Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / গাইবান্ধার এসপিকে প্রত্যাহারের নির্দেশ

গাইবান্ধার এসপিকে প্রত্যাহারের নির্দেশ

অনলাইন ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় জেলার এসপি আসরাফুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই দিন গোবিন্দগঞ্জের চাঁমগাড়ি এলাকায় দায়িত্বরত সকল পুলিশ সদস্যকেও প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় পুলিশকে দায়ী করে দেয়া প্রতিবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন আদালত।

আগামী ৪ সপ্তাহের মধ্যে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা আদালতে জানাতে বলা হয়েছে।

আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবু ওবায়দুর রহমান, সামিউল আলম ও মাহজাবীন রব্বানী।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

পরে আবু ওবায়দুর রহমান বলেন, আদালত এসপিসহ পুলিশ সদস্যদের প্রত্যাহারের পাশপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদর দফতরের প্রতি আদেশ দিয়েছেন।

গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের অধিগ্রহণ করা জমিতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ঘটনায় বেশ কিছু লোক হতাহত হয়।

Comments

comments