Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / বিনা বিচারের ২০ বন্দীর জামিন কেন নয়

বিনা বিচারের ২০ বন্দীর জামিন কেন নয়

অনলাইন ডেস্কঃ দীর্ঘদিন ধরে কারাগারে আটক ২০ বন্দিকে কেন জামিন দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে তাদের আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের পৃথক দুটি ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন।

একই সঙ্গে এ সকল আসামীদের বিরুদ্ধে মামলার নথিপত্র আদালতে দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।
লিগ্যাল এইডের আনা পৃথক আবেদনের শুনানি করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্নদেবনাথ এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। মঙ্গলবার এ আদেশ দেন আদালত। আগামী ২ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলেছেন আদালত।

এ সকল বন্দীদের বিষয়ে নজরে আনেন আইনজীবী আনিস উল মাওয়া। রাজশাহী ও খুলনা কারাগারে এ দশজন আসামী আটক রয়েছেন। এদিকে খুলনা, সিলেট, বরিশাল, পিরোজপুর ও ঝিনাইদহ কারাগারে থাকা ১০ জন কয়েদিতে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে বিচারপতি মো: নুরুজ্জামান ও বিচারপতি এসএইচ মো: নুরুল হুদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ২৭ ফেব্রুয়ারি তাদের মধ্যে কয়েক জনকে আদালতে হাজির করারও নির্দেশ দিয়েছেন আদালত। এদেরকে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বন্দীদের কেউ কেউ ১০ বছর এবং ১৮ বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন।

Comments

comments