স্পোর্টস ডেস্কঃ রবিবার দুই দিনের প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে মাঠে নামে মুশফিক বাহিনী।
সৌম্য সরকার ও অধিনায়ক মুশফিকুর রহিমের পর ফিফটিতে ৮ উইকেটে ২২৪ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ।
এদিন বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মাত্র ৪ রান করে আউট হন ওপেনার ইমরুল কায়েস। তামিম ইকবালও ব্যর্থ। তিনি করেন মাত্র ১৩ রান। মুমিনুল হক ৫ রান করে আউট হলে চাপে পড়ে বাংলাদেশ।
তবে ফিফটি করে চাপ সামাল দেয়ার চেষ্টা করেন সৌম্য সরকার। ফিফটি করলেও সৌম্য তার ইনিংস বড় করতে পারেননি। তিনি ৫২ রান করে আউট হন। পরে মাহমুদউল্লাহ রিয়াদ ২৩ রান করে আউট হলে আবারও বিপর্যয়ে পড়ে টাইগাররা।
তবে সেই বিপর্যয়কে সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক মুশফিক ও মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। তাদের জুটিতে আসে ৭১টি মূল্যবান রান। সাব্বির ৩৩ রান করে আউট হলেও ফিফটি তুলে নেন মুশফিক।
মুশফিক ৫৮ রান করে আউট হন। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বেরুতে পারেননি। কোনো রান না করেই সাজঘরে ফেরেন মিরাজ।
শেষ পর্যন্ত লিটন কুমার দাস ২৩ এবং তাইজুল ইসলাম ৪ রান করে অপরাজিত থাকেন।
ভারত ‘এ’ দলের হয়ে অনিকেত চৌধুরি ৪টি উইকেট লাভ করেছেন। এছাড়া কুলদিপ যাদব, শাহবাজ নাদিম, চামা মিলিন্দ ও বিজয় শংকর প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন।
একমাত্র টেস্ট খেলতে ভারতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
Comments
comments