Download Free BIGtheme.net
Home / খেলা / দেশে ফিরেছে টাইগাররা

দেশে ফিরেছে টাইগাররা

স্পোর্টস ডেস্কঃ হায়দ্রাবাদে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলার পর ভারত সফর শেষে দেশে ফিরেছে টাইগাররা। ওই ম্যাচটি হারলেও অভিজ্ঞতার ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে বলেই তাদের অভিমত। এই সফরকে বলা হচ্ছে ঐতিহাসিক ভারত সফর। ওই সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আজ দুপুর সোয়া ২টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মুমিনুল হক-সাব্বির রহমানরা।

প্রসঙ্গত ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। এর আগে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ক্যাম্প। তারও আগে ১০ দিন ছুটি ভোগ করবে ক্রিকেটাররা।

এর আগে একমাত্র টেস্ট খেলার জন্য গত ২ ফেব্রুয়ারি ভারতের উদ্দেশে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর কলকাতা হয়ে হায়দরাবাদে পৌঁছে মুশফিক ব্রিগেড। ভারতে ১১ দিন অবস্থানকালে একটি প্রস্তুতি ম্যাচ ও একটি টেস্ট ম্যাচ খেলে টাইগাররা। এর মধ্যে ভারতীয় এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি ড্র হয়, আর রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র টেস্টে শেষ দিন পর্যন্ত লড়াই করে ২০৮ রানের ব্যবধানে হারে।

Comments

comments