Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / পাকিস্তানে মাজারে আত্মঘাতী হামলা, নিহত ৫৭

পাকিস্তানে মাজারে আত্মঘাতী হামলা, নিহত ৫৭

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের শেওয়ান এলাকায় একটি মাজারে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লাল শাহবাজ কালান্দারের মাজারে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৭ জন নিহত হয়েছেন বলে জানা যায়।

এলাকাটি পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, মাজারের মূল দরজা দিয়ে ওই হামলাকারী প্রবেশ করে। প্রথমে হামলাকারী নিজে একটি গ্রেনেড ছোড়ে। তবে তা বিস্ফোরিত হয়নি। পরে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান তিনি।

মাজারের একটি অংশে সুফি সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠান হয়। বোমার বিস্ফোরণটি ওই জায়গাতেই হয় বলে পুলিশ জানায়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ওই মাজারে প্রচুর দর্শনার্থী আসেন। বিশেষ করে বৃহস্পতিবার লোকসমাগম বেশি হয়।

এলাকার বিভিন্ন হাসপাতালকে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে সরকার। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সেনাসদস্যদের নির্দেশ দিয়েছেন। হতাহতদের সেবা দেওয়ার জন্য হায়দরাবাদে সম্মিলিত সামরিক হাসপাতালকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ জানিয়েছেন, উদ্ধারকর্মীদের দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, জামশরো, নওয়াবশাহ, হায়দরাবাদ থেকে চিকিৎসকদের শেওয়ানে পাঠানো হয়েছে। তিনি ওই এলাকার সংসদ সদস্য।

সর্বশেষ গত বছরের ১২ নভেম্বর সুফি মাজারে হামলার ঘটনা হয়। বেলুচিস্তানের খুজদার জেলায় শাহ নুরানির মাজারে ওই আত্মঘাতী হামলায় ৫২ জন নিহত হয়।

Comments

comments