Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / উ. কোরিয়ার প্রেসিডেন্টের ভাই মালয়েশিয়ায় খুন

উ. কোরিয়ার প্রেসিডেন্টের ভাই মালয়েশিয়ায় খুন

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম মালয়েশিয়ায় খুন হয়েছেন। তিনি গুপ্তহত্যার শিকার বলে জানা গেছে। ন্যামকে কুয়ালালামপুর বিমানবন্দরে বিষ প্রয়োগে হত্যা করা হয়। উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপসহ এ খবর দিয়েছে।

সাউথ কোরিয়ার সরকারি সূত্রের বরাতে ইয়নহাপ জানায়, কিম জং ন্যাম সোমবার সকালে মালয়েশিয়ার খুন হয়। এর বেশি কিছু জানায়নি।

চোসান টেলিভিশন চ্যানেল জানায়, দুজন অপরিচিত নারী ন্যামকে কুয়ালালামপুর বিমানবন্দরে আক্রমণ করে সুইয়ের মাধ্যমে বিষ প্রয়োগ করে। ওই দুই নারী উত্তর কোরিয়া দ্বারা পরিচালিত বলে ধারণা করা হচ্ছে।

মালয়শিয়ান পুলিশের ধারণা, এই হত্যার পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে। অবশ্য চোসান টেলিভিশন চ্যানেলও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সূত্রের বরাতে সংবাদটি প্রকাশ করেছে। মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

Comments

comments