Download Free BIGtheme.net
Home / শিক্ষা / শাবিতে যৌন হয়রানির প্রতিবাদ করায় ২ সাংবাদিককে পেটাল ছাত্রলীগ!

শাবিতে যৌন হয়রানির প্রতিবাদ করায় ২ সাংবাদিককে পেটাল ছাত্রলীগ!

অনলাইন ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে  যৌন হয়রানির প্রতিবাদ করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই সাংবাদিককে বেড়ধক পিটিয়েছে ছাত্রলীগ। হামলায় গুরুতর আহত শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভারের সিলেট প্রতিনিধি সরদার আব্বাস আলীকে অচেতন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত আরেক সাংবাদিক বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈয়দ নবীউল আলম দিপুকেও একই হাসপাতালে ভর্তি করানো হয়। হামলাকারীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী।

যৌন হয়রানির শিকার নগরীর পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়ের সদ্য এসএসসি পরীক্ষা সম্পন্ন করা ছাত্রী এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে বলা হয়, শনিবার বিকেলে ক্যাম্পাস ঘুরতে আসলে তার পিছু নিয়ে শহীদ মিনার পর্যন্ত আসে কয়েকজন বখাটে।

এ সময় সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না জানার পর তার সম্পর্কে আপত্তিকর মন্তব্য ছাড়াও মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ে তারা। তাদেরকে ‘এরকম কেন করতেছেন’ এমন প্রশ্ন করলে শারীরিকভাবে লাঞ্ছিত করে ও আবার ক্যাম্পাসে আসলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া তার সাথে থাকা ফুফাতো ভাইকেও মারধর করে।

পরে ঘটনা জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সংবাদকর্মী এর সত্যতা জানতে চাইলে মারধরকারী ছাত্রলীগকর্মীরা এ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না বলেও সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেয়। ছাত্রী অভিযোগ করেন তাকে মারধরকারী ও হুমকি প্রদানকারী দুজন হলো সমাজকর্ম বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের মাহমুদুল হাসান রুদ্র এবং পরিসংখ্যান বিভাগের সাজ্জাদ রিয়াদ।

Comments

comments