Download Free BIGtheme.net
Home / জাতীয় / প্রাথমিকে বৃত্তি পেল ৮২ হাজার ৪৫৯ শিক্ষার্থী

প্রাথমিকে বৃত্তি পেল ৮২ হাজার ৪৫৯ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক: প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৬ এর ফলাফলের উপর ভিত্তি করে বৃত্তিপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এতে মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সংবাদ সম্মেলন করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশের কথা জানান এবং এর বিভিন্ন দিক তুলে ধরেন।

মন্ত্রী বলেন, মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধা কোটায় বৃত্তি পেয়েছে ৩৩ হাজার আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধা কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা ও সাধারণ কোটায় ২২৫ টাকা করে পাবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তির টাকা পাবে।

তিনি বলেন, ঝরে পড়া রোধ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও সুষম মেধা বিকাশের লক্ষ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়। সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আগে কিছু মেধাবী শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ছিল। ফলে অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত হত। বর্তমানে সে সুযোগ বেড়েছে।

এ সময় সাংবাদিকেরা জানতে চান, যেহেতু শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত ঘোষণা করা হয়েছে, তাহলে পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা কত দিন চলবে?

জবাবে মন্ত্রী বলেন, যত দিন পর্যন্ত মন্ত্রিসভা বিষয়টি অনুমোদন না দেয়, তত দিন পর্যন্ত চলবে। যেহেতু মন্ত্রণালয় ২০১৮ সালের মধ্যে বাস্তবায়নের কথা বলেছে, সুতরাং তাঁরা আশা করছেন ওই সময়ের মধ্যে এটি হবে। তাঁরা এটি বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন।

আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য আলাদা পরীক্ষা নেওয়া হতো। ২০১০ সাল থেকে সমাপনী পরীক্ষা চালুর পর এ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই উপজেলাভিত্তিক বৃত্তি দেওয়া হচ্ছে।

গত বছর নভেম্বরে প্রাথমিক সমাপনীতে ২৮ লাখ ৩০ হাজার ৭৩৪ জন এবং ইবতেদায়িতে ২ লাখ ৫৭ হাজার ৫০০ জনশিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে ২৯ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

প্রাথমিকে পাসের হার ৯৮ দশমিক ৫১ শতাংশ এবং ইবতেদায়িতে পাসের হার ছিল ৯৫ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৯৮শিক্ষার্থী, ইবতেদায়িতে পেয়েছে ৫ হাজার ৯৪৮ শিক্ষার্থী। তবে ইবতেদায়ির শিক্ষার্থীরা বৃত্তির আওতায় নেই।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd থেকে ফল জানা যাবে। এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

Comments

comments