Download Free BIGtheme.net
Home / জেলার খবর / রামগড়ে উপজাতীয় সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৈসাবি শোভাযাত্রা

রামগড়ে উপজাতীয় সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৈসাবি শোভাযাত্রা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: পুরাতন বছরের দুঃখ, গ্লানী-হতাশা ভুলে নতুন বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে রামগড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিভিন্ন উপজাতীয় সম্প্রদায়।

রামগড় উপজেলা সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটিন উদ্যোগে বুধবার (১২ এপ্রিল) সকাল ৯টায় শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি রামগড় বিজয় ভার্স্কয থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিন শেষে একই স্থানে এসে ঐতিহ্যবাহী গড়াইয়া নৃত্যর মাধ্যমে সমাপ্ত হয়। এময় পুরাতন বছরকে বিদায় এবং নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার সমাপ্তি ঘোষনা করেন ১নং ইউপির সংরক্ষিত মহিলা সদস্যা চাইওয়া চৌধুরী।

শোভাযাত্রায় বর্ণিল পোষাকে তরুন-তরুনী ছাড়াও সব বয়সের নারী পুরুষের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়। এসময় উপজাতীয় সম্প্রদায়ের লোকজন ঐতিহ্যবাহী পোষাক পরে শোভাযাত্রায় অংশ গ্রহন করে এবং নিজস্ব সংস্কৃতি প্রদর্শন করে।

Comments

comments