ছাইয়েদুল ইসলাম: নরসিংদী জেলা মনোহরদী উপজেলাতে হজ্বের টাকা ফেরত পেলেন প্রতারণার শিকার সাত হজ্বযাত্রী। যারা প্রতারণার শিকার হয়েছিলেন তারা হলেন – আমিনুল হক, মোছা: রানু আরা বেগম, রমজান মিয়া, মোছা: জবা আক্তার, মোছা: সুফিয়া খাতুন, উসমান গণি, ওয়াসিম উদ্দিন।
আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ইউএনও তার নিজ কার্যালয়ে তাদের টাকা বুঝিয়ে দেন।
ভুক্তভোগীদের কাছ থেকে জনা যায়, গত বছরের সেপ্টেম্বর মাসে হজ্বব্রত পালনের জন্য নরসিংদীর মনোহরদির ৭ জন ব্যাক্তি স্থানীয় এজেন্ট নামধারী মওলানা আব্দুল মান্নানের কাছে তুলে দেন মোটা অঙ্কের টাকা। হজ্বের সময় এগিয়ে এলে তিনি বিভিন্ন প্রতারণার আশ্রয় নেয়। অবশেষে হজ্বের সময় চলে এলেও মওলানা আব্দুল মান্নান হজ্ব পালনে সকলকে সৌদিতে নিয়ে যেতে ব্যর্থ হন।
এদিকে বিষয়টি নিয়ে মনোহরদি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন প্রতরণার শিকার ব্যাক্তিরা। অভিযোগের ভিত্তিতে ২৬ লক্ষ টাকা উদ্ধারে মাঠে নামে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন সময় ক্ষেপনের পর মওলানা আব্দুল মান্নানের কাছ থেকে টাকা উদ্ধার করতে সক্ষম হয় প্রশাসন।
মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা শহিদ-উল্লাহ জানান, প্রতারক মওলানা আব্দুল মান্নানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর থেকে মাঠে নামি আমরা। প্রতারক বিভিন্ন ছলচতুরতার আশ্রয় নেবার চেষ্টা করে। কিন্তু আমি প্রতারক মান্নানের তার পাসপোর্ট, ভোটার আউডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও কাজীর সনদ জব্দ করি। পরে বিভিন্ন সময় কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করে আসছিল। আজ বৃহস্পতিবার সকল টাকা পরিশোধ করে সে। পরে প্রতারণার শিকার সাত জনকে নিজ কার্যালয়ে ডেকে তাদের হাতে বুঝিয়ে দিয়েছি।
Comments
comments