Download Free BIGtheme.net
Home / জেলার খবর / শ্রীমঙ্গলে ৪দিনব্যাপী বর্ষবরণ উৎসব অায়োজনের সকল প্রস্তুুতি সম্পন্য

শ্রীমঙ্গলে ৪দিনব্যাপী বর্ষবরণ উৎসব অায়োজনের সকল প্রস্তুুতি সম্পন্য

অাতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল: হাজার বছরের কৃষ্টি ও ঐতিহ্য বয়ে নিয়ে অাসে বাংলা নববর্ষ। অামরা গভীর থেকে গভীরতরভাবে হতে চাই বাঙালি। উপলব্ধি করতে চাই সংস্কৃতি, এগিয়ে নিতে চাই বাংলার কৃষ্টি ও ঐতিহ্যকে। এরই ধারাবাহিকতায় অাগামী ১ বৈশাখ থেকে ৪ বৈশাখ পর্যন্ত ৪ দিনব্যাপী অায়োজন করা হয়েছে বর্ষবরণ উৎসব।

শ্রীমঙ্গলের অনুশীলন চক্র প্রতিবছরের মতো এবারও এই উৎসবের অায়োজন করছে। শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে ৪ দিনব্যাপী এই বর্ষবরন উৎসব অনুষ্টিত হবে। বর্ষবরণ উৎসব উদযাপন পরিষদের অাহবায়ক বিশ্বজ্যোতি চৌধুরী জানান, ১ বৈশাখ সকাল ৭টায় উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় বর্ষ অাবাহনের মাধ্যমে উৎসবের শুভ সুচনা হবে। সকাল ৮টায় মেলা প্রাঙ্গণ থেকে শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়াও ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সাহিত্য- সংস্কৃতিবিষয়ক প্রতিযোগিতা, প্রদর্শনী, বাউলগান, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক এবং শেষ দিনে পুরস্কার বিতরনী ও সমাপনী উৎসব।

Comments

comments