শিক্ষা ডেস্ক: নর্দান বিশ্ববিদ্যালয়ে রাজধানী ঢাকার ১৭টি কলেজের আইসিটি শিক্ষকদেরকে নিয়ে অনুষ্ঠিত হলো ‘আইসিটি ওয়ার্কশপ।’
নর্দান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সম্প্রতি একাদশ ও দ্বাদশ শ্রেনির পাঠ্য “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বইটির উপর দিনব্যাপী (সকাল ১০টা থেকে বিকাল ৫টা) ওয়ার্কশপ আয়োজন করা হয়।
উক্ত ওয়ার্কশপে বইটির লেখক বুলবুল আহমেদ, সহকারী অধ্যাপক, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড মোহাম্মদ রায়হান-উল-মাসুদ বইটির ওয়েব ডিজাইন, সি প্রোগ্রামিং এবং ডেটাবেজ অধ্যায়ের উপর বিশদ আলোচনা করেন।
ওয়ার্কশপ শেষে শিক্ষকদের মাঝে সার্টিফিকেট বিতরন করেন বিশ্ববিদ্যালয়য়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করিম।
সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়য়ের রেজিট্রার রাশিদুল ইসলাম, ট্রেজারার আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ড. ইকরাম আলী শেখ এবং এডিশনাল রেজিট্রার মো: আবুল হোসেন।
Comments
comments