স্পোর্টস ডেস্ক :কাঁধের সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল ছেড়েছেন ক্রিকেটের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। চিকিৎসকদের সর্বশেষ চেকআপ শেষে শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতাল ত্যাগ করেন তিনি।হাসপাতাল ত্যাগ করে গাড়িতে ওঠার মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, মুস্তাফিজ এখন সুস্থ, আগের দিনের মতো কোনো ব্যাথাও এখন আর তার শরীরে নেই।
১৭ আগস্ট দুপুর সাড়ে ১২টায় পরবর্তী চেকআপের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন কনসালট্যান্ট। এই চেকআপ শেষে পরদিন অর্থাৎ ১৮ আগস্ট মুস্তাফিজকে নিয়ে দেশে ফিরবো বলে আশা করছি, যোগ করেন ডা. দেবাশীষ চৌধুরী।
শুক্রবার হাসপাতাল ত্যাগের কথা থাকলেও ওইদিন ভোর ৪টা থেকে হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন বিশ্ব ক্রিকেটে আলোড়ন তোলা এই বাহাতি পেসার। তাই কনসালট্যান্ট আরও একদিন হাসপাতালে থাকার পরামর্শ দেন তাকে।
Comments
comments