Download Free BIGtheme.net
Home / জাতীয় / রাজধানীর দু‌টি সড়ক গাড়িমুক্ত করা হ‌বে : আনিসুল হক

রাজধানীর দু‌টি সড়ক গাড়িমুক্ত করা হ‌বে : আনিসুল হক

photo_2765

অনলাইন ডেস্ক : যানজট নিরসনে পরীক্ষামূলকভাবে রাজধানীর নির্দিষ্ট কিছু সড়কে সপ্তাহে একদিন ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্প‌তিবার বেলা সা‌ড়ে ১১ টায় মা‌নিক মিয়া এ‌ভি‌নিউ এলাকায় ‘বিশ্ব ব্যত্তিগত গাড়ি দিবস’ উপলক্ষে র‍্যালি পূর্ব আ‌লোচনা সভায় মেয়র আনিসুল হক এই ঘোষণা দেন। দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে রাজধানীর যানজট সমস্যা। যেকোন গন্তব্যে পৌঁছাতে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। তাই দুর্ভোগ নগরবাসীর নিত্যসঙ্গী।

গবেষকরা বলছেন, যানজটের কারণে দিনে ৪০ লাখ কর্মঘণ্টা নষ্ট হওয়ায় বছরে আর্থিক ক্ষতি হয় অন্তত ৩০০ কোটি টাকা। যানজটের দুর্ভোগে রাজধানীর ৭৩ ভাগ মানুষের শারীরিক ও মানসিক ক্ষতিও হচ্ছে। ঢাকা শহরে ৩০ ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন চলছে। সোয়া দুই লাখ যান চলাচলের উপযোগী শহরে সাড়ে নয় লাখেরও বেশি গাড়ি চলাচল করায় পরিস্থিতি হয়েছে আরো জটিল।

মেয়র আনিসুল হক ব‌লেন, গুলশান-বনানী ও মোহাম্মদপুর-‌মিরপুর এলাকার রাস্তা খোঁজা হ‌চ্ছে। এসব রাস্তার যে‌কোন এক‌টি ছোট রাস্তা হ‌লেও কারমুক্ত করা হ‌বে। সেখা‌নে শুধু হাটার জন্য খু‌লে দেওয়া হ‌বে। সে‌টি বনানী কাঁচা বাজা‌রের সাম‌নেরও রাস্তাও হ‌তে পা‌রে।

মেয়র বলেন, ঢাকায় বিপুল পরিমাণ যানবাহন কেবল যানজট বাঁধাচ্ছে না, পরিবেশ দূষণও ঘটাচ্ছে। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। আগামী প্রজন্মকে বাঁচাতে হলেও ব্যক্তিগত গাড়ি পরিহার করতে হবে। মেয়র জানান, যে দুটি সড়কে পরীক্ষামূলকভাবে যান চলাচল বন্ধ হচ্ছে সেগুলোতে নগরবাসীকে হেঁটে চলতেই উৎসাহী করা হবে।যানজট নিরসনে পরীক্ষামূলকভাবে রাজধানীর নির্দিষ্ট কিছু সড়কে সপ্তাহে একদিন ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

আজ বৃহস্প‌তিবার বেলা সা‌ড়ে ১১ টায় মা‌নিক মিয়া এ‌ভি‌নিউ এলাকায় ‘বিশ্ব ব্যত্তিগত গাড়ি দিবস’ উপলক্ষে র‍্যালি পূর্ব আ‌লোচনা সভায় মেয়র আনিসুল হক এই ঘোষণা দেন। দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে রাজধানীর যানজট সমস্যা। যেকোন গন্তব্যে পৌঁছাতে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। তাই দুর্ভোগ নগরবাসীর নিত্যসঙ্গী।

গবেষকরা বলছেন, যানজটের কারণে দিনে ৪০ লাখ কর্মঘণ্টা নষ্ট হওয়ায় বছরে আর্থিক ক্ষতি হয় অন্তত ৩০০ কোটি টাকা। যানজটের দুর্ভোগে রাজধানীর ৭৩ ভাগ মানুষের শারীরিক ও মানসিক ক্ষতিও হচ্ছে। ঢাকা শহরে ৩০ ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন চলছে। সোয়া দুই লাখ যান চলাচলের উপযোগী শহরে সাড়ে নয় লাখেরও বেশি গাড়ি চলাচল করায় পরিস্থিতি হয়েছে আরো জটিল।

মেয়র আনিসুল হক ব‌লেন, গুলশান-বনানী ও মোহাম্মদপুর-‌মিরপুর এলাকার রাস্তা খোঁজা হ‌চ্ছে। এসব রাস্তার যে‌কোন এক‌টি ছোট রাস্তা হ‌লেও কারমুক্ত করা হ‌বে। সেখা‌নে শুধু হাটার জন্য খু‌লে দেওয়া হ‌বে। সে‌টি বনানী কাঁচা বাজা‌রের সাম‌নেরও রাস্তাও হ‌তে পা‌রে।

মেয়র বলেন, ঢাকায় বিপুল পরিমাণ যানবাহন কেবল যানজট বাঁধাচ্ছে না, পরিবেশ দূষণও ঘটাচ্ছে। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। আগামী প্রজন্মকে বাঁচাতে হলেও ব্যক্তিগত গাড়ি পরিহার করতে হবে। মেয়র জানান, যে দুটি সড়কে পরীক্ষামূলকভাবে যান চলাচল বন্ধ হচ্ছে সেগুলোতে নগরবাসীকে হেঁটে চলতেই উৎসাহী করা হবে।যানজট নিরসনে পরীক্ষামূলকভাবে রাজধানীর নির্দিষ্ট কিছু সড়কে সপ্তাহে একদিন ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

আজ বৃহস্প‌তিবার বেলা সা‌ড়ে ১১ টায় মা‌নিক মিয়া এ‌ভি‌নিউ এলাকায় ‘বিশ্ব ব্যত্তিগত গাড়ি দিবস’ উপলক্ষে র‍্যালি পূর্ব আ‌লোচনা সভায় মেয়র আনিসুল হক এই ঘোষণা দেন। দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে রাজধানীর যানজট সমস্যা। যেকোন গন্তব্যে পৌঁছাতে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। তাই দুর্ভোগ নগরবাসীর নিত্যসঙ্গী।

গবেষকরা বলছেন, যানজটের কারণে দিনে ৪০ লাখ কর্মঘণ্টা নষ্ট হওয়ায় বছরে আর্থিক ক্ষতি হয় অন্তত ৩০০ কোটি টাকা। যানজটের দুর্ভোগে রাজধানীর ৭৩ ভাগ মানুষের শারীরিক ও মানসিক ক্ষতিও হচ্ছে। ঢাকা শহরে ৩০ ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন চলছে। সোয়া দুই লাখ যান চলাচলের উপযোগী শহরে সাড়ে নয় লাখেরও বেশি গাড়ি চলাচল করায় পরিস্থিতি হয়েছে আরো জটিল।

মেয়র আনিসুল হক ব‌লেন, গুলশান-বনানী ও মোহাম্মদপুর-‌মিরপুর এলাকার রাস্তা খোঁজা হ‌চ্ছে। এসব রাস্তার যে‌কোন এক‌টি ছোট রাস্তা হ‌লেও কারমুক্ত করা হ‌বে। সেখা‌নে শুধু হাটার জন্য খু‌লে দেওয়া হ‌বে। সে‌টি বনানী কাঁচা বাজা‌রের সাম‌নেরও রাস্তাও হ‌তে পা‌রে।

মেয়র বলেন, ঢাকায় বিপুল পরিমাণ যানবাহন কেবল যানজট বাঁধাচ্ছে না, পরিবেশ দূষণও ঘটাচ্ছে। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। আগামী প্রজন্মকে বাঁচাতে হলেও ব্যক্তিগত গাড়ি পরিহার করতে হবে। মেয়র জানান, যে দুটি সড়কে পরীক্ষামূলকভাবে যান চলাচল বন্ধ হচ্ছে সেগুলোতে নগরবাসীকে হেঁটে চলতেই উৎসাহী করা হবে।যানজট নিরসনে পরীক্ষামূলকভাবে রাজধানীর নির্দিষ্ট কিছু সড়কে সপ্তাহে একদিন ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

আজ বৃহস্প‌তিবার বেলা সা‌ড়ে ১১ টায় মা‌নিক মিয়া এ‌ভি‌নিউ এলাকায় ‘বিশ্ব ব্যত্তিগত গাড়ি দিবস’ উপলক্ষে র‍্যালি পূর্ব আ‌লোচনা সভায় মেয়র আনিসুল হক এই ঘোষণা দেন। দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে রাজধানীর যানজট সমস্যা। যেকোন গন্তব্যে পৌঁছাতে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। তাই দুর্ভোগ নগরবাসীর নিত্যসঙ্গী।

গবেষকরা বলছেন, যানজটের কারণে দিনে ৪০ লাখ কর্মঘণ্টা নষ্ট হওয়ায় বছরে আর্থিক ক্ষতি হয় অন্তত ৩০০ কোটি টাকা। যানজটের দুর্ভোগে রাজধানীর ৭৩ ভাগ মানুষের শারীরিক ও মানসিক ক্ষতিও হচ্ছে। ঢাকা শহরে ৩০ ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন চলছে। সোয়া দুই লাখ যান চলাচলের উপযোগী শহরে সাড়ে নয় লাখেরও বেশি গাড়ি চলাচল করায় পরিস্থিতি হয়েছে আরো জটিল।

মেয়র আনিসুল হক ব‌লেন, গুলশান-বনানী ও মোহাম্মদপুর-‌মিরপুর এলাকার রাস্তা খোঁজা হ‌চ্ছে। এসব রাস্তার যে‌কোন এক‌টি ছোট রাস্তা হ‌লেও কারমুক্ত করা হ‌বে। সেখা‌নে শুধু হাটার জন্য খু‌লে দেওয়া হ‌বে। সে‌টি বনানী কাঁচা বাজা‌রের সাম‌নেরও রাস্তাও হ‌তে পা‌রে।

মেয়র বলেন, ঢাকায় বিপুল পরিমাণ যানবাহন কেবল যানজট বাঁধাচ্ছে না, পরিবেশ দূষণও ঘটাচ্ছে। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। আগামী প্রজন্মকে বাঁচাতে হলেও ব্যক্তিগত গাড়ি পরিহার করতে হবে। মেয়র জানান, যে দুটি সড়কে পরীক্ষামূলকভাবে যান চলাচল বন্ধ হচ্ছে সেগুলোতে নগরবাসীকে হেঁটে চলতেই উৎসাহী করা হবে।

Comments

comments