বাংলাদশ অনলাইনডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা পিছিয়ে গেছে। ২৬ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি।
২৩ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এনআরবি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
পুত্র-কন্যা, নাতি-নাতনীদের সান্নিধ্যে কটা দিন অতিবাহিত করার অভিপ্রায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বাসায় অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভার আগে কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলনে অংশ নিতে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে যান তিনি।
Comments
comments