Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / শেরপুরে আওয়ামী লীগ নেতা খুন

শেরপুরে আওয়ামী লীগ নেতা খুন

bdonline24_1649

জেলা প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি খুন হয়েছেন। নিহত খোরশেদুর রহমান (৪৫) উপজেলার ৮নং চর অষ্টাধর ইউনিয়নের চর বামনা গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে।

বুধবার সকালে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তিনি খুন হন। তিনি নিজ এলাকায় মুদির ব্যবসা করতেন।

এলাকাবাসী জানায়, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চর নিয়ামতপুর গ্রামের ময়না মিয়া (২২) তার শশুর বাড়ি চর বামনা গ্রামে বেড়াতে এসে খোরশেদুরের দোকানে বাকীতে ১৮০ টাকার মাল ক্রয় করেন। আজ বুধবার সকাল ১০টার দিকে ময়নার কাছে খোরশেদুর পাওনা ১৮০ টাকা চায়। এ সময় দুইজন বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ময়না ক্ষিপ্ত হয়ে দোকানে রাখা একটি ছুরি দিয়ে খোরশেদুরের বুকের বাম পাশে আঘাত করে। এতে খোরশেদুর ঘটনাস্থলেই মারা যান।

Comments

comments