Download Free BIGtheme.net
Home / শিক্ষা / নর্দান ইউনিভার্সিটির প্রক্টরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

নর্দান ইউনিভার্সিটির প্রক্টরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

bdonline24_2058

নিজস্ব প্রতিবেদক :  নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রক্টর মেজর চৌধুরী আবুল হাসনাত (অব:) আর নেই।

আজ শনিবার  ভোর রাতে ভারতের চেন্নাইতে চোখের চিকিৎসাধীন অবস্থায় হোটেলে অবস্থানকালে হার্ট এ্যাটাকে আকস্মিক মৃত্যুবরন করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ২ সন্তানের জনক।

bdonline24_2059

মেজর চৌধুরী আবুল হাসনাত (অব:)  ১ সেপ্টেম্বর ২০১৪ সালে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এ প্রক্টর হিসেবে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাফ্যলের সাথে নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এ কর্মরত ছিলেন। তিনি একজন সৎ এবং নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন।

এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন দক্ষ ও চৌকস কর্মকর্তা ছিলেন। তাঁর  অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

নর্দান পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফেরাত এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে  ।

Comments

comments