Download Free BIGtheme.net
Home / অন্যান্য / মোজাম্বিকে তেলের লরি বিস্ফোরণ: নিহত ৭৩

মোজাম্বিকে তেলের লরি বিস্ফোরণ: নিহত ৭৩

screenshot_69

আন্তর্জাতিক ডেস্কঃ মোজাম্বিকে জ্বালানি তেল বহনকারী একটি লরি বিস্ফোরণে অন্তত ৭৩ জনের মৃত‌্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। বৃহস্পতিবার মালাওয়ি সীমান্তের কাছে মোজাম্বিকের পশ্চিমাঞ্চলীয় টেটে প্রদেশের এক গ্রামে এ ঘটনা ঘটে।

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, গ্রামের লোকজন ওই লরি থেকে পেট্রোল নেয়ার চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। বন্দরনগরী বেইরা থেকে তেল নিয়ে ওই লরি মালাওয়ারির পথে যাচ্ছিল। সেটি দুর্ঘটনায় পড়লে স্থানীয় বাসিন্দারা তেল চুরির চেষ্টা করে এবং তখনই লরি বিস্ফোরিত হয় বলেও খবর এসেছে।

বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করা হয়েছে জানিয়ে মোজাম্বিকের তথ্য মন্ত্রণালয়ের পরিচালক জোয়াও মানাসিস বলেছেন, এমনও হতে পারে যে, তেল চুরির জন‌্যই স্থানীয়রা ‘অ‌্যামবুশ’ করেছিল। আহতদের স্থানীয় টেটে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থাই গুরুতর।

বিশ্বের অন‌্যতম দরিদ্র দেশ মোজাম্বিকের ২ কোটি ৪০ লাখ মানুষের অর্ধেকের বেশিই দারিদ্র্য সীমার নিচে বাস করে। ১৯৭৫ সালে পর্তুগালের শাসন থেকে স্বাধীন হলেও ১৬ বছর স্থায়ী গৃহযুদ্ধের কারণে দেশটির অর্থনীতি দাঁড়াতে পারেনি। সূত্র: বিবিসি

Comments

comments