জেলা প্রতিনিধিঃ ফেনী পৌরসভার রামপুর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে কথিত এই বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধে নিহত দুজনের পরিচয় জানা যায়নি। তাদের লাশ ফেনী সদর হাসপাতালে রাখা হয়েছে।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়েত জামিলের ভাষ্য, একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যায়। ঘটনাস্থলে র্যাবের একটি দল যায়। উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতেরা। র্যাবও পাল্টা গুলি করে। বন্দুকযুদ্ধে দুজন ডাকাত নিহত হয়। র্যাবের দুই সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
Comments
comments