Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২০

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২০

photo_3650

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুরে ‘পাটনা-ইন্দোর এক্সপ্রেস’ ট্রেনের অন্তত ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ছাড়িয়েছে ১২০ জনে। আহত হয়েছে কমপক্ষে ১৫০। হতাহত যাত্রীর সংখ্যা আরো বাড়তে পারে। শনিবার স্থানীয় সময় দিনগত রাত ৩টার দিকে কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পুখরানে এ দুর্ঘটনা ঘটে।

কানপুরের ইন্সপেক্টর জেনারেল জাকি আহমেদের বরাতে জানানো হয়, ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সাড়ে ৩ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে কথা বলে সার্বিক খোঁজ-খবর নিয়েছেন। উত্তরাঞ্চলের কেন্দ্রীয় রেলওয়ে মুখপাত্র বিজয় কুমার জানান, খবর পেয়ে চিকিৎসক ও রেলওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।

উত্তর প্রদেশেরে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নিজে সার্বিক উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছেন এবং পুলিশ প্রধানকেও নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জাতীয় দুর্যোগ নিরোধ কমিটিকে ঘটনাস্থলে পাঠানোর কথা জানিয়েছেন। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

Comments

comments