Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / মধ্য আমেরিকায় ৭ মাত্রার ভূমিকম্প, হারিকেনের আঘাত

মধ্য আমেরিকায় ৭ মাত্রার ভূমিকম্প, হারিকেনের আঘাত

photo_3752

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। পাশাপাশি হারিকেন ওটো ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে ক্যারিবীয় উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

নিকারাগুয়া, এল সালভাদর ও কোস্টারিকায় বৃহস্পতিবার রাতে হারিকেন আঘাত হানে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খবরে জানানো হয়, নিকারাগুয়ায় হারিকেন ওটো ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে ক্যারিবীয় উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। একই সময় ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭।

একই সময়ে ভূমিকম্প ও হারিকেন মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা। তবে কয়েক ঘণ্টা পরও সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কিছু গাছপালা উপড়ে পড়ে ও বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়।

এল সালভাদর অধিবাসীদের উপকূলীয় এলাকা থেকে সরে আসার নির্দেশ দিয়েছিল। তবে এল সালভাদর ও নিকারাগুয়া সুনামি সতর্ক বার্তা তুলে নিয়েছে।

প্রতিবেশী দেশ কোস্টারিকায় হারিকেন আঘাত হানার আশঙ্কা থাকলেও সেখানে ক্ষয়ক্ষতির তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: এএফপি, রয়টার্স

Comments

comments