Download Free BIGtheme.net
Home / বিনোদন / ২০১৭তে নতুন দুটি কমেডি শো নিয়ে আসছেন কপিল শর্মা

২০১৭তে নতুন দুটি কমেডি শো নিয়ে আসছেন কপিল শর্মা

বিনোদন ডেস্ক: অমৃতসর থেকে মুম্বাই এসে একেবারে ফাটিয়ে দিয়েছেন কমেডি তারকা কপিল শর্মা। ২০১৬ সালটি তার জন্য ছিল মিশ্র। কিছুটা ম্রিয়মাণও বলা চলে। ২০১৭ তিনি শুরু করছেন নতুন প্রত্যাশা আর প্রতিশ্রুতি দিয়ে।

এখন তিনি সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের ‘দ্য কপিল শর্মা শো’টি উপস্থাপনা করছেন। জানা গেছে অচিরেই তিনি নতুন দুটি অনুষ্ঠানের ঘোষণা দেবেন।

ভারতের ফর্বস সেলিব্রিটি ১০০ তালিকার ৭ নম্বর এই তারকা সোনির সঙ্গে এর মধ্যে ১০০ কোটি রুপিতে তার চুক্তি নবায়ন করেছেন। ভারতীয় টেলিভিশনে তার ‘দ্য কপিল শর্মা শো’ পঞ্চম জনপ্রিয় অনুষ্ঠানের মর্যাদা পেয়েছে। আগামীতে তাকে ‘কফি উইথ করণ’ শোতে অতিথি হিসেবে দেখা যাবে বলে জানা গেছে।

Comments

comments