Download Free BIGtheme.net
Home / লাইফস্টাইল / শীতে খুশকি দূর করুন সহজ উপায়ে

শীতে খুশকি দূর করুন সহজ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক: শীত আসতে না আসতেই হাজির খুশকি। মাথার রোমকূপে ময়লা জমে এবং ছত্রাকের প্রভাবে খুশকি হয়। এ ছাড়া আর্দ্রতা কমে গিয়ে চুল রুক্ষ্ম হয়ে গেলেও এমন সমস্যা হতে পারে।

খুশকি সকলের কাছেই ভীষণ আতঙ্কের। শুধু মাথার তৈলাক্ত তালুই নয়, যাদের শুষ্ক তালু, তারাও এর শিকার হতে পারেন। শীত কালে খুশকির প্রকোপ বেড়ে যায়। এর অন্যতম কারণ, গরম পানি দিয়ে গোসল এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মাথা না ধোওয়া।

শীতের সময় ঘরোয়া পদ্ধতিতে কী করে খুশকি দূর করবেন তা জানানো হয়েছে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে।

– শ্যাম্পু করার আগে চুল ভিজিয়ে নিন এবং অল্প লবণ ঘষুন।

– সারা রাত পানিতে মেথি ভিজয়ে বেটে নিন। সেই পেস্টটা চুলের গোড়ায় লাগিয়ে আধ ঘণ্টা রেখে অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু বা রিঠা দিয়ে চুল ধুয়ে ফেলুন।

– বিট সেদ্ধ করে সেই পানি দিয়ে প্রতি দিন চুলের গোড়ায় মাসাজ করুন উপকার পাবেন।

– রাতে শোওয়ার আগে লেবু ও আমলকির রস মিশিয়ে মাথায় লাগান, সকালে শ্যাম্পু করে নিন।

– নারকেল তেল বা অলিভ অয়েল গরম করে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান।

– টক দইয়ের সঙ্গে পাতিলেবুর রস ও নিমপাতার রস মিশিয়ে মাথায় মেখে আধ ঘণ্টা পর শ্যাম্পু করুন।

– পেঁয়াজের রস, ডিমের সাদা অংশের সঙ্গে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে মাথায় দিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করুন।

– অবশ্যই আলাদা তোয়ালে এবং চিরুনি ব্যবহার করুন।

Comments

comments