আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কচুবেড়িয়া গঙ্গাসাগর দ্বীপে পুণ্যস্নানের পর পদদলিত হয়ে ছয়জন নারী পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে কচুবেড়িয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে কচুবেড়িয়া ঘাটে এ দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে।
রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মানতুরাম পাখিরার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, কচুবাড়িয়ায় অস্থায়ী হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছয় নারীর মৃত্যু হয়েছে। দমবন্ধ হয়ে যাওয়ায় তারা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।
কচুবাড়িয়ার জেটি-৫ এর দীর্ঘসারিতে ধৈর্যহীন হয়ে পড়েছিলেন পুণ্যার্থীরা। এ সময় হুড়োহুড়ি করে নৌকায় উঠতে গিয়ে পদদলনের ঘটনা ঘটে বলে জানান তিনি।
Comments
comments