অনলাইন ডেস্কঃ স্কুলের ছাত্রদের গড়া মানবসেতুর ওপর দিয়ে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর হেঁটে যাওয়ার ঘটনা সারা দেশে সমালোচনার ঝড় তুলেছে। গড়িয়েছে মামলা পর্যন্ত। এরই মধ্যে ঘটে গেল একই ঘটনা।
জামালপুরে গত ২৯ জানুয়ারি রোববার স্কুলের ছোট ছোট শিক্ষার্থীর কাঁধের ওপর পা রেখে হেঁটেছেন ওই স্কুলে জমিদাতা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে।
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কোমলমতি ছাত্রদের কাঁধে চড়ে হাঁটেন ওই স্কুলের জমিদাতা দিলদার হোসেন ওরফে প্রিন্স। ছাত্রদের কাঁধে দিলদার হোসেনের হেঁটে যাওয়ার ছবি গতকাল বুধবার রাতে ফেইসবুকে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে জেলাজুড়ে তোলপাড়। গত রবিবার ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এ ঘটনাটি ঘটে।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা একটি বাঁশ হাতে নিয়ে শুয়ে মানবসেতু নির্মাণ করেছে। দিলদার ওই মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। দুপাশ থেকে দুজন ব্যক্তি হাত ধরে তাকে সহযোগিতা করছেন। কেউ কেউ ওই দৃশ্যের ছবি তুলছেন।
স্থানীয়রা জানায়, ২৯ জানুয়ারি বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানে স্কাউটসের সদস্যরা ‘প্রতীকী সেতু’ তৈরি করে। সেই ‘মানবসেতুর’ ওপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের প্রধান অতিথি দিলদার। এ কাজে তাকে সাহায্য করেন স্কুলের শরীরচর্চার শিক্ষক হাফিজুর রহমান।
এ বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক মো. আসালত জ্জামান বলেন, স্কাউট সদস্যরা সেদিন শারীরিক কসরত উপস্থাপন করে। তবে তাদের তৈরি করা মানবসেতুর ওপর দিয়ে প্রিন্স হেঁটে গেছেন কি না, আমি জানি না।
Comments
comments