বিনোদন ডেস্ক: দীর্ঘ ১০ মাস পর লোকচক্ষুর অন্তরাল থেকে সোমবার মিডিয়ার সামনে উপস্থিত হয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ওইদিন (সোমবার) বিকেল ৪টায় বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠান আপন ভুবনে হাজির হন তিনি।
এসময় দীর্ঘ দিন চলচ্চিত্র ও মিডিয়া জগত থেকে দূরে থাকার কারণ, শাকিব খানের সঙ্গে তার বিয়ে, শাকিব-অপুর সন্তান আব্রাহামের জন্মসহ অনেক না বলা কথা প্রকাশ করেছেন অপু বিশ্বাস। এর প্রেক্ষিতে শাকিব খানও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বলেছেন, ‘সন্তানের দায়িত্ব নিলেও অপুর দায়িত্ব নেবেন না তিনি’।
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব-অপুর ইস্যুতে সোমবার থেকে ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয়ে উঠেছে। ফেসবুকে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন।
সিনিয়র সাংবাদিক কাজল ঘোষ বলেন, ‘মিডিয়ার সামনে বড় দায়িত্ব শাকিব খানকে খুঁজে বের করা। অপু বিশ্বাস শাকিবকে বিশ্বাস করে এতদিন চুপ ছিল এটা তার কথাতেই স্পষ্ট। কিন্তু শাকিব ছেলের দায়িত্ব নেয়ার মধ্য দিয়ে সন্তানের বাবা তিনি এটা স্বীকার করে অপুর দায়িত্ব নিতে অস্বীকার করার মধ্যে গলদ কোথায় প্রকাশ হওয়া দরকার। ‘
নাদিরা কিরন নামে আরেক সাংবাদিক লিখেছেন, ‘সে (শাকিব) অলরেডি বলেছে, ছেলের দায়িত্ব নেবে, অপুর নয়। ও যে বিয়ে গোপন করেছে। সন্তান ধারণ ও জন্ম দেয়ার সময়টিতে অপুকে মানসিক স্বস্তি দেয়নি এবং পুরো বিষয়টি গোপন রেখেছে। এজন্যই ওর শাস্তি হওয়া উচিত। ‘
মাহবুব আলম নামে একজন লিখেন, অবশেষ গুঞ্জন সত্যি হলো। অপু বিশ্বাসই শাকিব খানের স্ত্রী। অন্য কোনো অভিনেতার সঙ্গে কাজ না করা, ধর্ম পরিবর্তন করে মুসলমান হওয়া, বিবাহ গোপন রাখা, এমনকি সন্তান— যার জন্য এত ত্যাগ স্বীকার। তার প্রতিদান কি পেয়েছেন অপু। আর যদি পেতেনই, তাহলে হয়তো লাইভ অনুষ্ঠানে এসে বিয়ে কিংবা সন্তানের পরিচয়ের কথা কিংবা অঝোরে কাঁদতেন না।
মুহাম্মদ আবদুল্লাহ নামের একজন ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘গাছের দায়িত্ব নেব না, ফলের দায়িত্ব আমার। ‘
নিপেন্দ্রনাথ রয় লেখেন, ‘যে স্বামী বা যে বাপ ক্যারিয়ারের স্বার্থে স্ত্রী-সন্তানের পরিচয় গোপন রেখে এতো বছর চালিয়ে দেয়, সে জাতির কুলাঙ্গার। মানুষ অভিনয় ভালোবাসে, পছন্দ করতে পারে; কিন্তু লুকোচুরি বা ছলনা নয়। ‘
রফিকুল ইসলাম রনি নামের একজন লেখেন, ‘আমি ভাগ্যবান কোনো সেলিব্রেটির ঘরে জন্ম হয়নি, হলে ‘আব্রাহাম খান’র মতো হতো। ধন্যবাদ আমার কৃষক পিতাকে জন্মের পরই কোলে তুলে নিয়েছিলেন…। ‘
আশা জাহিদ হোসাইন ইয়াসমিন লেখেন, ‘ঘরে ঘরে আজ ঈদের আনন্দ। পুরো বাংলাদেশকে চাচা-চাচী ও মামা-মামী বানিয়ে ফেলেছেন শাকিব-অপু দম্পতি। ‘
সজিব তৌহিদ নামে একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘চিত্রনায়ক শাকিব খান কারাগারে’ খুব শিগগিরই এমন সংবাদ শিরোনাম দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।
অহিদুর রহমান জয় লেখেন, ‘অপু বিশ্বাসদের বিশ্বাস- হ্যান্ডসাম নায়ক হলেই ভালো ছেলে হয়, ভালো স্বামী হয়। সকল অপু বিশ্বাসদের বলছি- আপনারা বিশ্বাসের ক্রাইটেরিয়া পরিবর্তন করুন। ‘
সাইদ ইকবাল নামের একজন লেখেন, ‘নাটক রে নাটক!!! সিনেমা রে সিনেমা…শাকিব খানকে অ্যাওয়ার্ড দেয়া উচিত। তবে এই অ্যাওয়ার্ড পর্দার অভিনয়ের জন্য নয়…। ‘
সাইফুর রহমান রকি নামে এক সাংবাদিক লেখেন, বাজারে নতুন সিনেমা এসেছে অপুর সংসার।
ইমদাদুল হক নামে আরেক সাংবাদিক লেখেন, সিনেমার ডায়লগের মতই একাত্তরে শাকিবের উল্টাপাল্টা উত্তর।
বিডি প্রতিদিন
Comments
comments