Download Free BIGtheme.net
Home / প্রবাসে বাংলাদেশ / কবি শহীদ কাদরীর প্রতি প্রবাসীদের শেষ শ্রদ্ধা

কবি শহীদ কাদরীর প্রতি প্রবাসীদের শেষ শ্রদ্ধা

bdonline24_1153

বাংলাদেশ অনলাইন ডেস্কঃ কবি শহীদ কাদরীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা; বিষাদমাখা ভালবাসায় জানিয়েছেন শেষ বিদায়।

দীর্ঘ ৩৪ বছরের অভিমান ভেঙে কবি শহীদ কাদরী ফিরছেন প্রিয় মাতৃভূমিতে। তবে স্বাভাবিক মানুষ হিসেবে নয়। তিনি ফিরছেন কফিনে বন্দি হয়ে।

স্থানীয় সময় সোমবার ২৯ আগস্ট রাত ১১টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৯টায়) নিউইয়র্ক থেকে আমিরাত এয়ারলাইন্সে শুরু হবে তার এই শেষযাত্রা।

বাংলা একাডেমি এবং একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরী ২৮ আগস্ট রবিবার সকাল ৮টা ২০ মিনিটে নিউইয়র্কে নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এর কয়েক ঘণ্টা পর কবির লাশ নেয়া হয় কুইন্সে জ্যামাইকা মুসলিম সেন্টার জামে মসজিদে। সেখানে বাদ মাগরিব জানাযার আগে কবির কফিনে সর্বস্তরের প্রবাসীরা শ্রদ্ধা প্রদর্শন করেন।

কবির লাশ বাংলাদেশে নিয়ে সসম্মানে দাফন করা পর্যন্ত যত রকমের ব্যয় হবে তা বাংলাদেশ সরকার বহন করবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান যাবতীয় প্রক্রিয়া অবলম্বন করেন। বরেণ্য কবির প্রতি প্রধানমন্ত্রীর এই মনোভাবকে অভিনন্দন জানিয়েছেন প্রবাসের শিল্প-সাহিত্যাঙ্গনের বিশিষ্টজনেরা।

পঞ্চাশ পরবর্তী বাংলা কবিতায় আধুনিক মনন ও জীবনবোধ সৃষ্টিতে যে কজন কবি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, তাদের মধ্য অন্যতম শহীদ কাদরী। আধুনিক নাগরিক জীবনের সুখ-দুঃখ, প্রেম, স্বদেশচেতনার পাশাপাশি বিশ্ব-নাগরিক বোধের সম্মিলন ঘটে তার কবিতায়।

নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে শহীদ কাদরীর জানাজার পর মোনাজাত। নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে শহীদ কাদরীর জানাজার পর মোনাজাত। ‘উত্তরাধিকার’, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’, ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ ও ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’ এই চারটি কাব্যগ্রন্থ দিয়েই বাংলার জনপ্রিয় কবিদের একজন শহীদ কাদরী। ১৯৭৩ সালে বাংলা একাডেমি ও ২০১১ সালে তাকে একুশে পদক দেওয়া হয়।
১৯৪২ সালের ১৪ অগাস্ট কলকাতায় জন্ম নেওয়া শহীদ কাদরী সাতচল্লিশে দেশভাগের পর বাংলাদেশে আসেন।

১৯৭৮ সালের পর থেকেই বাংলাদেশের বাইরে তিনি। জার্মানি, ইংল্যান্ড হয়ে ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন।

২৭ আগস্ট শনিবার অপরাহ্নে স্ত্রী নীরার সাথে কথা বলার সময় বাংলাদেশে যাবার আগ্রহ প্রকাশ করেন। এর ঠিক ১৬ ঘণ্টা পরই কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

Comments

comments

[X]