শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় ১’শ ৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোটরবাইক সহ আতিয়ার রহমান লেবু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আতিয়ার রহমান লেবুকে ১’শ ৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোটর সাইকেল সহ হাতে নাতে আটক করে পুলিশ।
আটককৃত লেবু রংপুর কোতয়ালী থানার গুলাই বুদাই গ্রামের তহিজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্র জানাগেছে, দক্ষিণ জাওরানীর কাবলী ভিটা এলাকা থেকে আতিয়ার রহমান ওরফে লেবু (৩৫) নামের এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক ব্যবসায়ী আতিয়ার রহমান ওরফে লেবুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে জেল হাজতে প্রেরন করা হবে।
Comments
comments