Download Free BIGtheme.net
Home / জেলার খবর / মাদারীপুরে প্রবাসীর স্ত্রী’র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মাদারীপুরে প্রবাসীর স্ত্রী’র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

bdonline24_1286

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর ঃমাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায়  লিপি আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ মঙ্গলবার ভোর সারে ৬টার দিকে  এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

লিপি আক্তার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামের মাজেদ বেপারীর ছেলে কাতার প্রবাসী মো. আজিজুল বেপারীর স্ত্রী। তার তিন বছরের একটি ছেলে শিশু সন্তান রয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ ভোরে লিপি আক্তারের ঘর থেকে তার বাচ্চার কান্নার শব্দ শুনে তার চাচি ঘরের দরজা ধাক্কা দেয় কিন্তু দরজা না খোলায় জানালা দিয়ে দেখে সে তার ঘরে ফ্যানের সাথে গামছা বেধে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

এরপর দরজা ভেঙ্গে লিপি আক্তারকে  ফাঁস থেকে  নামিয়ে আনা হয়। ঐ মুহূর্তে জীবিত  থাকলেও পরে গ্রমের পল্লী ডাক্তার এসে তাকে মৃত ঘোষনা করে। স্বামীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, তার সাথে পারিবারিক কোন কোলাহল ছিল না। তবে কি কারনে এই আত্মহত্যা তার কোন কারন  জানা নি। এলাকাবাসীর ধারণা  তার প্রবাসী স্বামীর সাথে ফোন আলাপে কোন কিছু ঘটেতে পারে। তবে তা এখনো পরিষ্কার নয়।

এ বিষয়ে ওসি জিয়াউর মোর্শেদ জানান, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

comments