Download Free BIGtheme.net
Home / খেলা / টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড, ম্যাক্সওয়েল পারলেন না

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড, ম্যাক্সওয়েল পারলেন না

bdonline24_1300

স্পোর্টস ডেস্কঃ ২০০৭ টি-টোয়ন্টি বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ৬ উইকেটে ২৬০ রান তুলে টি-টোয়েন্টির  সর্বোচ্চ দলীয় রানের স্কোর গড়েছিল শ্রীলংকা। জোহানেসবার্গে কেনিয়ার বিপক্ষে ওই রেকর্ডটি গড়েছিলেন লংকান ব্যাটসম্যানরা।

কদিন আগেই ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডটি শ্রীলঙ্কা হারিয়েছে ইংল্যান্ডের কাছে।

এবার টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় ইনিংসের রেকর্ডে লঙ্কানদের পেছনে ফেলল অস্ট্রেলিয়া। প্রথম টি-টোয়েন্টিতে পাল্লেকেলেতে তুলেছে ২০ ওভারে ৩ উইকেটে ২৬৩!

শেষ ওভার, হাতে ৬ টি বল অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৪, গ্লেন ম্যাক্সওয়েলের ১২। পারলেন না সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়তে। তবে স্ট্রাইক পেয়ে আরেকপাশে ঝড় তুললেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়া ঠিকই গড়ল দলীয় ইনিংসের বিশ্ব রেকর্ড!

ব্যক্তিগত রেকর্ড করতে না পারলেও দলীয় রেকর্ডের মূল কারিগর ম্যাক্সওয়েলই। ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর দেশের হয়ে প্রথম ম্যাচ। ক্যারিয়ারে প্রথমবার নেমেছিলেন ইনিংস শুরু করতে। ২০ ওভার খেলে বিস্ফোরক ইনিংসে ৬৫ বলে অপরাজিত ১৪৫!

বিশ্ব রেকর্ডটি আরেক অজি ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের। চোট নিয়ে এই ম্যাচে অস্ট্রেলিয়ার ডাগ আউটে থাকা অজি ওপেনার ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৫৬ রান!

অপরাজিত থাকলেও রেকর্ড থেকে দুরেই থেকে গেলেন ম্যাক্সওয়েল। সর্বোচ্চ রানের রেকর্ড না হলেও আরেকটি রেকর্ড গড়েছেন তিনি। টি-টোয়েন্টিতে প্রথমবার ওপেন করতে নামা কোনো ব্যাটসম্যানের এটিই প্রথম সেঞ্চুরি। এর আগে সর্বোচ্চ ৯৬ ছিল এই ম্যাচের ধারাভাষ্য কক্ষে থাকা ডেমিয়েন মার্টিনের।

অর্ধশতক স্পর্শ করতে ২৭ বল খেলেছিলেন ম্যাক্সওয়েল। পরের পঞ্চাশে লেগেছে ২২ বল। ৯৮ রান থেকে সুরঙ্গা লাকমলের নো বলে দুই রান নিয়ে নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি স্পর্শ করেছেন ৪৯ বলে।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে লঙ্কানদের ইনিংস থামে ১৭৮ রানে। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন দলনেতা চান্দিমাল। তার ৪৩ বলের ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছক্কা।

Comments

comments