Download Free BIGtheme.net
Home / জেলার খবর / রাজশাহীর দুর্গাপুরে জমে উঠেছে গরু ছাগলের হাট

রাজশাহীর দুর্গাপুরে জমে উঠেছে গরু ছাগলের হাট

Photo_2553

রায়হান, দূর্গাপুর (রাজশাহী): মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদউল আযহা উপলক্ষে সারাদেশের মত রাজশাহীর দুর্গাপুরেও জমেউঠেছে গরুছাগলের হাট।

এ হাটে বিক্রি হচ্ছে  ছোট বড় বিভিন্ন জাতের গরু ছাগল। পশুর দাম নাগালের মধ্যে থাকায় ক্রেতারাও খুব খুশি তবে বিক্রেতারা কিছুটা অখুশি কেননা তারা তাদের চাহিদা অনুযায়ি দাম পাচ্ছেনা।

বিক্রেতেরা “বাংলাদেশ  অনলাইন ২৪” কে বলেন অন্যান বাড়ের তুলনায় এবার পশুর দাম কম। তারা মনে করেছিল এবার ভারত থেকে গরু আসা বন্ধ থাকার কারনে তারা বেশ ভালো দাম পাবে কিন্তু তাদের সেই সপ্নটা থেকে গেল ধরা ছোঁয়ার বাহিরে।

তারা আরো বলেন তাদের গরু পালনের জন্য যে পরিমান খরচ হয়েছে তা তোলা কষ্টসাধ্য হয়ে যাবে। এর ফলে তাদের গুনতে হচ্ছে ব্যাপক লোকসান।

Comments

comments