স্পোর্টস ডেস্কঃ প্রথম বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই ইনিংসে ৫টি করে উইকেট শিকারের কীর্তি অর্জন করেছেন মেহেদী হাসান মিরাজ।চট্টগ্রামে অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৬ উইকেট নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ঢাকায় ইংল্যান্ডের প্রথম ইনিংসেও মূল হন্তারক এই ১৮ বছরের অফ স্পিনার। এর মধ্যে ৫ উইকেট নিয়ে নিয়েছেন মেহেদী।
তাতে জো রুট প্রতিরোধের দেয়াল গড়ে দাঁড়িয়ে থাকলেও বিপদ বাড়ছেই ইংল্যান্ডের। শেষ আঘাতটাও মেহেদীর। ১৪০ রানে ৭ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এখনও বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ৮০ রানে পিছিয়ে তারা। জো রুট ৫৩ রানে ব্যাট করছেন। তার সাথে যোগ দিয়েছেন ক্রিস ওকস।
দ্বিতীয় দিনের সকালে বাংলাদেশের দ্রুত ২/৩টি উইকেট দরকার ছিল। ২টি উইকেট ঠিকই দেখতে না দেখতে তুলে নিলেন স্পিনাররা। ১২.৩ ওভারে ৩ উইকেটে ৫০ রান নিয়ে সকাল শুরু ইংল্যান্ডের। ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর জো রুট ও জনি বেয়ারস্টোর ৪৫ রানের জুটির প্রতিরোধ। সেটিও ভাঙেন মেহেদী।
দিনের প্রথম আঘাতটাও মেহেদীর। বিপজ্জনক মঈন আলি (১০) শুরু করেছিলেন ২ রান নিয়ে। কিন্তু নিজের দ্বিতীয় ওভারেই মেহেদীর বলে বোল্ড! পরের ওভারে বাঁ হাত স্পিনার তাইজুল ইসলামের বলে চট্টগ্রামের হিরো বেন স্টোকস (০) ক্যাচ দেন মুমিনুল হককে।
টানা দুই ওভারে এই জোড়া আঘাতের পর রুকে দাঁড়ায় ইংল্যান্ড। চট্টগ্রামেও অল্প রানে ৫ উইকেট হারিয়ে বলার মতো রান করেছিল তারা। কিন্তু এবার বুঝি তাদের খুব বড় হতে না দেওয়ার পণ টিনএজার মেহেদীর। বেয়ারস্টো (২৪) মেহেদীর চতুর্থ শিকার। আরো বিপদে ইংল্যান্ড।
ইংলিশদের লোয়ার অর্ডারেও ফার্স্ট ক্লাস সেঞ্চুরিয়ানের ছড়াছড়ি। কিন্তু অভিষিক্ত জাফর আনসারীকে (১৩) স্লিপে ক্যাচ দিতে বাধ্য করে ক্যারিয়ারের তিন ইনিংসের দুটিতেই ৫ উইকেট শিকারের কীর্তি গড়ে ফেললেন মেহেদী। তার কীর্তিতেই এমনকি লিড নেওয়ার ভাবনা বাংলাদেশের।
Comments
comments