Download Free BIGtheme.net
Home / শিক্ষা / বাকৃবিতে স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাকৃবিতে স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

bdonline24_2065

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, কমিটির সদস্যসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।

ভর্তি পরীক্ষা পরিদর্শনকালে উপাচার্য প্রফেসর ড. মো আলী আকবর বলেন, প্রতি বছরের ন্যায় এবারও পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস হয়নি। ভবিষ্যতেও হবে না বলে আশা করছি। আগামীকাল (রবিবার) বিকালের মধ্যে ফলাফল দেয়া হবে।

এবছর মোট ১২০০ আসনের বিপরীতে ৩৩ হাজার ২২১ জন আবেদনকারীর মধ্যে মাত্র ১২ হাজার ২৩ জন আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।

ফলাফল ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.bau.edu.bd) পাওয়া যাবে।

Comments

comments