বিনোদন ডেস্ক: প্রায় ১০ বছর আগে ঐশ্বরিয়া রাই বচ্চনকে প্রোপোজ করেছিলেন অভিষেক বচ্চন। সেই সুন্দর মুহূ্র্তের স্মৃতিচারণা করেছেন তিনি।
টুইটারে একটি পোস্টও করেছেন তিনি।টুইটারে অভিষেক লিখেছেন এ কথা। কুছ না কহোর সেটে ঐশ্বরিয়ার প্রেমে পড়েন অভিষেক। গুরুর সেটে দু’জনেই অনুভব করেন, তাঁরা প্রেমে পড়েছেন। নিউ ইয়র্কে যখন শুটিং চলছে, একদিন হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন অভিষেক। সেখানে দাঁড়িয়েই তিনি ইচ্ছাপ্রকাশ করেছিলেন, যদি আমি ওঁর সঙ্গে থাকতে পারতাম, যদি বিয়ে করতে পারতাম! গুরুর প্রিমিয়ারে যখন তাঁরা আবার নিউ ইয়র্কে যান, সেই একই ব্যালকনিতে তিনি নিয়ে যান ঐশ্বরিয়াকে। জিজ্ঞাসা করেন, আমাকে বিয়ে করবে?” তাঁর পরের বছরই (২০০৭ সালে) বিয়ে করেন তাঁরা।
ঐশ্বরিয়া ও অভিষেক একসঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, রাবণ, গুরু, কুছ না কহো, উমরাও জান, ধুম টু, ঢাই অক্ষর প্রেম কে, সরকার রাজ ইত্যাদি। শেষ তাঁদের রাবণ ছবিতে একসঙ্গে দেখা গেছে। ছবিটি পরিচালনা করেছিলেন মণিরত্নম।
Comments
comments