Download Free BIGtheme.net
Home / খেলা / যে কারনে বাদ পড়লেন মোস্তাফিজ

যে কারনে বাদ পড়লেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েলিংটনে চলমান টেস্টের স্কোয়াডটিই রেখেছে বিসিবি।

প্রথম টেস্টের মতো দ্বিতীয় ম্যাচের স্কোয়াডেও জায়গা হয়নি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। আগামী ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের কথা চিন্তা করেই হয়তো ফিজকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাচ্ছে না বাংলাদেশের নির্বাচকরা। আর ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে একাদশে খেলা তিন পেসার শুভাশিষ রয়, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বির পারফরমেন্স আশানুরূপ ভালো।

বাংলাদেশ স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মোমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান ও শুভাশিষ রয়।

Comments

comments