অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ৭ খুনের মামলারা রায় ঘোষণা হবে আজ । নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেইন বিগত ২০১৬ সালের ৩০ নভেম্বর রায় প্রদানের এ তারিখ নির্ধারণ করেন। মামলাটির বিচার প্রক্রিয়ায় দীর্ঘ শুনানি হয়।
প্রায় ৩৩ মাস আগে নারায়ণগঞ্জে এলিট ফোর্স র্যাবের কিছু বিপথগামী সদস্যের হাতে সাত খুনের ঘটনায় স্তব্দ হয়ে গিয়েছিল গোটা দেশ। দেশ-বিদেশে আলোচিত সেই সাত খুনের মামলার রায় ঘোষিত হবে আজ সোমবার। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন রায় ঘোষণা করবেন।
রায় ঘোষণাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আদালতপাড়া ও বিচারকের বাসভবন ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। পুরো শহরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে আসামিদের ডাণ্ডাবেরি পরিয়ে কারাগার থেকে আদালতে হাজির করতে জন্য পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং পরদিন প্রায় একই স্থান থেকে আরেকজনের লাশ পাওয়া যায়।
Comments
comments