Download Free BIGtheme.net
Home / দুর্ঘটনা / রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২

bdonline24_1304

বাংলাদেশ অনলাইন ডেস্কঃ রাজধানীর মতিঝিল রাজউক ক্রসিং এলাকায় বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বুধবার সকাল ৮টার দিকে মতিঝিল রাজউক ক্রসিং এলাকায় এ ‍দু্র্ঘটনাটি ঘটে।

আহত রিকশার আরেক যাত্রী ফাতেমা বেগম (৫০) ও চালক খোকন (৫০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ট্রাফিক পুলিশের কনেস্টেবল মজিবুর রহমান বলেন, বুধবার সকাল আটটার দিকে নুরজাহান ও তার ননদ ফাতেমা বেগম কেরাণীগঞ্জ থেকে মতিঝিলের দিকে যাচ্ছিলেন। রিক্সাটি রাউজেকর সামনে পৌঁছামাত্র বিটিসিএলের একটি বাস তাদের রিক্সাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তারা তিনজনই গুরুতর আহত হন।

পরে তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে নয়টার সময়ে নুরজাহানকে মৃত ঘোষনা করেন।

চালকসহ ঘাতক বাসটি আটক করা হয়েছে বলে জানান দুর্ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ মজিবর রহমান।

Comments

comments