Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / লালমনিরহাটে ছাত্রলীগ সভাপতি কারাগারে

লালমনিরহাটে ছাত্রলীগ সভাপতি কারাগারে

bdonline24_1305

শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট ঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল সরকার (২৭) একটি হত্যা মামলায় জামিনের জন্য আদালতে হাজির হলে, আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক নাজমুল হুদা এ আদেশ দেন।

ছাত্রলীগের নেতা কামাল সরকার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চড়িতাবাড়ী গ্রামের আশরাফ আলীর ছেলে।

লালমনিরহাট কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) তানভির আহমেদ জানান, ২০০৯ সালের ১ অক্টোবর কমলাবাড়ী ইউনিয়নের চন্ডিবাড়ী বাজারে স্থানীয় তোতা মিয়া নামে এক ব্যক্তি খুন হন।

ঐ ঘটনায় পরে নিহতের ছেলে কামাল সরকারকে ৭ নং আসামী করে ৯ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ২০১০ সালের ২৮ জুন কামাল সরকারসহ ৮ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘদিন পলাতক থাকার পর সে মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
বিচারক শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Comments

comments