বাংলাদেশ অনলাইন ডেস্কঃ সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকাল ৫টায় হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে সৌদি আববের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনাম আহমদ চৌধুরী, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও গৃহপরিচারিকা ফাতেমা বেগমসহ ১০ সফর সঙ্গী রয়েছেন। তাকে বিদায় জানাতে দলের বিপুল নেতাকর্মী বিমান বন্দরে হাজির হন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নিতাই রায়, ডা. এজেড এম জাহিদ হোসেন, সাংঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও শামা ওবায়েদ।
এর আগে বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা করেন তিনি। পরে বিকাল ৩টা ৫০ মিনিটে বিমান বন্দরে এলাকায় পৌঁছলে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এদিকে, সৌদি আরবে হজ পালনকালে খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যদের যোগ দেওয়ার কথা রয়েছে।
Comments
comments