Download Free BIGtheme.net
Home / খেলা / নেইমারের রেকর্ড গোলে জিতল ব্রাজিল

নেইমারের রেকর্ড গোলে জিতল ব্রাজিল

bdonline24_1310

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও এক আত্মঘাতী গোলে পয়েন্ট হাতছাড়া হয় ব্রাজিলকের। পরে জয়সূচক গোলটি করেন নেইমার।

বুধবার নেইমারের রেকর্ড গোলেই ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল ২-১ গোলে হারালো কলম্বিয়াকে। ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নরা টানা দুই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো। আর নেইমার এখন ব্রাজিলের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা।

মানাউসের অ্যারেনা অ্যামাজোনিয়ায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত ১-১ ব্যবধান ছিল ব্রাজিলের। কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে ব্রাজিলের বিপক্ষে বরাবরই কঠিন রূপে দেখা যায় কলম্বিয়াকে।

bdonline24_1311

এই দলটির বিপক্ষে আগে কয়েকবারের দেখায় বেশ কিছু দুঃসহ স্মৃতির মুখোমুখি হতে হয়েছে ব্রাজিলকে। তবে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে আজ নেইমারের শেষ গোলে জয় নিয়ে মাঠে ছাড়ে ব্রাজিল।

পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠলো ব্রাজিল।  সমান পয়েন্ট হলেও আর্জেন্টিনা আছে তিনে। আর এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উরুগুয়ে।

Comments

comments