Download Free BIGtheme.net
Home / খেলা / লক্কর ঝক্কর বাসে বাড়ি যেতে হলো ইতিহাস সৃষ্টিকারী মেয়েদের!

লক্কর ঝক্কর বাসে বাড়ি যেতে হলো ইতিহাস সৃষ্টিকারী মেয়েদের!

bdonline24_1317

স্পোর্টস ডেস্কঃ এএফসি অনুর্ধ ১৬ মহিলা  চ্যাম্পিয়নশিপে চাইনিজ তাইপেকে হারিয়ে ইতিহাস রচনা করেছে বাংলাদেশের সোনালী প্রজন্মের মেয়েরা। ওই ম্যাচ ৪-২ গোলে জিতে এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলা নিশ্চিত করে লাল-সবুজের দেশ।

অথচ এই সোনালী মেয়েদের লোকাল বাসে বাড়ি যেতে হতে হলো অসম্মানিত, অপমানিত, হজম করতে হলো অশ্লীল গালিগালাজ।

ঢাকা থেকে ধোবাউড়া গামী  নিলয় পরিবহণ নামের একটি লোকাল বাসে বাংলাদেশের নারী ফুটবলে ইতিহাস সৃষ্টিকারী সোনালী মেয়েদের বাড়ি ফিরতে হয়। বাসটি থেমে যাত্রী তুলছে রাস্তায়।  যাত্রা পথে বিভিন্ন স্থানে কটূক্তি আর অশ্লীল বাক্য শ্রবণ করতে হয় তাঁদের।

কয়েকজন এসে প্রচণ্ড খারাপ ভাষায় কথা বলে। কয়েজকজন পাশে দাঁড়ালেও তাদেরও শুনতে হয় বাজে কথা। কিন্তু এই লক্কর ঝক্কর বাসে কেন বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী মেয়েরা? তাদেঁর সাথে বাফুফের কেউ নেই, নেই অভিভাবকরাও।

bdonline24_1319

জানা যায়, বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন দিচ্ছে পাঁচ লাখ টাকা। এছাড়া আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বাংলাদেশ দলকে বিশেষ সংবর্ধনা দেবে।

বাংলাদেশের এই নারী দলের  ৯ জনই  ভারত সীমান্তবর্তী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম কলসিন্দুর। নানা দিক থেকে পিছিয়ে থাকা এই গ্রামের মেয়েশিশুরা তাক লাগিয়ে দিয়েছে ফুটবল খেলে। যার প্রমাণ পুরো বাংলাদেশ দেখলো।

তবে কার জন্য? কেন এসবের স্বীকার বাংলাদেশের সোনালী মেয়েরা?

বিষয়টি নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে।

সূত্র ঃ কালের কণ্ঠ

Comments

comments