Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর নিয়ে রায় ২ মাস স্থগিত

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর নিয়ে রায় ২ মাস স্থগিত

bdonline24_1320

বাংলাদেশ অনলাইন ডেস্কঃ দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং কলেজসমূহের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপে সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার বুধবার এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

যে দুই প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকার ১৫ শতাংশ হারে আয়কর আদায় করে আসছিল, সেগুলো অবৈধ ঘোষণা করে গত সোমবার রায় দেয় হাই কোর্ট।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৬টি রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাই কোর্ট বেঞ্চ ওই রায় দেয়। পাশাপাশি ওই দুই প্রজ্ঞাপনের আওতায় যে অর্থ আদায় করা হয়েছে, তা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে এনবিআরকে।

 

Comments

comments