Download Free BIGtheme.net
Home / জাতীয় / প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা কর্মসূচি বাতিল

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা কর্মসূচি বাতিল

অনলাইন ডেস্ক: ভারত সফর শেষে ঢাকায় ফিরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা প্রদানের কর্মসূচি বাতিল করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সংবর্ধনা বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী জানান, ‘সংবর্ধনার সর্বাত্মক প্রস্তুতি আমরা নিয়েছিলাম। প্রধানমন্ত্রীর দফতরের দেয়া শিডিউল অনুযায়ী সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। আর নামার পর বিমানবন্দরের প্রক্রিয়া শেষ হতে হতে আরও কিছু সময় লাগতে পারে।

এতে রাতে নেতাকর্মীদের বাসায় ফিরতে ভোগান্তি হবে। এছাড়া নেতাকর্মীদের সমাগমের কারণে রাস্তায় যানজট বাড়বে এতে অফিস ফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়তে পারেন এসব বিবেচনা করে গণসংবর্ধনা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, রোববার সকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সভা করে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। গণসংবর্ধনা সফল করতে এর আগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, অঙ্গ-সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছিল।

Comments

comments