Download Free BIGtheme.net
Home / জাতীয় / যারা দেশ বিক্রির কথা বলে, তারা অর্বাচীন: প্রধানমন্ত্রী

যারা দেশ বিক্রির কথা বলে, তারা অর্বাচীন: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি যখন ভারত আসি তখন নানা কথা শুনতে হয়েছে। আমি নাকি দেশ বেচে দিলাম। কতটুকু কি বিক্রি করলাম আপনারাই জানবেন। যারা এসব কথা বলেন তারা অর্বাচীন। ‘

সোমবার ক্ষমতাসীন দল বিজেপির থিংক ট্যাংক ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমার সঙ্গে দেশের বেশ কিছু ব্যবসায়ীরা এসেছেন। আমি চেয়েছি তারা আসুক। নিজেদের অবস্থান এখানে তুলে ধরুক। আপনারাই বলবেন আমরা কতটা দিয়ে গেলাম আর কতটা নিয়ে গেলাম।

প্রধানমন্ত্রী যোগ করেন, ভারত-বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে সেটা কখনো নষ্ট হবার নয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে অনেক সমস্যার সমাধান হয়, ঝগড়া দিয়ে হয় না। দেশের বাজার উন্নত করার জন্য দেশের মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করা দরকার। শুধু বাইরের বাজারের দিকে নজর রাখলে হবে না।

বন্ধুত্বের নীতি আস্থা রেখে বঙ্গবন্ধু কন্যা বলেন, জাতির পিতা বলে গেছেন, কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। কারও সঙ্গে বন্ধুত্ব করে যা সমাধান করা যায়, তা ঝগড়া করে সম্ভব নয়।

দেশে দারিদ্র্যের হার হ্রাসের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষ লড়াই করতে জানে। পাঁচ কোটি মানুষ আজ দারিদ্র্যসীমা থেকে উঠে এসেছে।

প্রসঙ্গত, চার দিনের রাষ্ট্রীয় সফরে শেখ হাসিনা এখন ভারত আছেন। আজ সন্ধ্যায় তাঁর দেশে ফেরার কথা। এ সফলে ভারতের সঙ্গে ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছেন।

Comments

comments