Download Free BIGtheme.net
Home / জাতীয় / কওমি সনদের সরকারি স্বীকৃতির ঘোষণা আজ

কওমি সনদের সরকারি স্বীকৃতির ঘোষণা আজ

অনলাইন ডেস্ক:  অবশেষে কওমি মাদরাসার সনদের স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা হতে যাচ্ছে। ঘোষণায় কওমি মাদরাসার সর্বোচ্চ শিাস্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের সমমান দেয়া হবে।

কওমি মাদরাসাগুলোর শিক্ষা বোর্ড বেফাক-এর প্রস্তাবনা অনুসারে কওমি সনদের স্বীকৃতির ব্যাপারে সরকার সম্মত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আজ সন্ধ্যায় কওমি মাদরাসার সব পক্ষের সাথে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠকেই স্বীকৃতির ঘোষণার প্রত্যাশা করছেন কওমি আলেমদের শীর্ষ নেতারা।

এ সময় দেশের শীর্ষস্থানীয় তিন শতাধিক আলেম-উলামা উপস্থিত থাকবেন।

গণভবনে উপস্থিত থাকবেন- হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, হেফাজতে ইসলামের আমির ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (ঢাকা বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফী।

অনুষ্ঠানে আমন্ত্রিত তিনশতাধিক আলেমের মধ্যে বেফাকের পক্ষ থেকে আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে অংশগ্রহণ করবে ১৫০ জন। গওহরডাঙ্গা শিক্ষা বোর্ডের সভাপতি পীরে কামেল আল্লামা মুফতি রুহুল আমীনের নেতৃত্বে অন্য ৪ বোর্ড থেকে অংশগ্রহণ করবে ১৫০ জন।

অনুষ্ঠানে শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে যাবেন ১০ জন আলেম।

Comments

comments