Download Free BIGtheme.net
Home / বিনোদন / ঈশিকার প্রেমে আমিন খান

ঈশিকার প্রেমে আমিন খান

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো প্রেমিক-প্রেমিকারূপে জুটি বাঁধলেন চিত্রনায়ক আমিন খান ও ঈশিকা খান। নির্মাতা জেএস মিশুর পরিচালনায় ‘ভালোবাসার লুকানো অনুভূতি’ নাটকে অভিনয় করেছেন তারা। অ্যাকশন, রোমান্টিক এবং সমসাময়িক বিষয় নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।

পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন এবং চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। গল্পের সঙ্গে মিল রেখেই তিনি এর নামকরণ করেছেন। সম্প্রতি ঢাকার উত্তরা এবং বিভিন্ন মনোরম পরিবেশে নাটকটির দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে। এই নাটকের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন পূজা রায়। এছাড়াও অভিনয় করেছেন মনির, সালমান এবং অভিসহ অনেকে।

নাটকটির গল্প গড়ে উঠেছে দুটি ভিন্ন পেশার মানুষকে নিয়ে। তাদের একে সঙ্গে অপরের পরিচয়, প্রেম, প্রেমের শেষ পরিণতি ইত্যাদি। গল্পে দেখা যাবে, নওমি একজন ফটোগ্রাফার। ফটোগ্রাফির মাধ্যমে পরিচয় হয় আদিফের সঙ্গে। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু নওমি ও আদিফের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় কিছু অনাকাক্সিক্ষত সত্য।

ঈশিকা খান বলেন, ‘এই চরিত্রটি আমার কাছে অনেক চ্যালেঞ্জিং ছিল। সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প। গল্পে অনেক রহস্য আছে, যা দেখে দর্শকদের অনেক ভালো লাগবে। অনেকদিন পর সম্পূর্ণ ভিন্ন ধাঁচের গল্পে কাজ করলাম। তবে নির্মাতা জেএস মিশুর পরিচালনায় এটা আমার প্রথম কাজ ছিল। ফ্রেমিংটা খুবই ভালো বোঝেন। কাজের ব্যাপারে তিনি কোনো কম্প্রোমাইজ করেন না।’

আমিন খান বলেন, ‘অনেকদিন পর ভালো একটি কাজ করলাম। তবে আমি পুরো কৃতিত্বই নির্মাতাকে দিতে চাই। নির্মাতা হিসেবে জেএস মিশু অসাধারণ। কাজ আদায় করে নিতে পারেন অতি নিপুণভাবে। সর্বশেষ বলতে পারি, এটি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের গল্প। সবার ভালো লাগবে। নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।’

Comments

comments